প্রকাশিত: Thu, Apr 6, 2023 4:36 AM
আপডেট: Sun, Dec 7, 2025 12:52 AM

রাশিয়ার যুদ্ধাপরাধ তদন্তে জাতিসংঘে প্রস্তাব পাসে ভোট দেয়নি বাংলাদেশ,ভারত ও পাকিস্তান

এম. মোশাররফ হোসাইন: ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধ তদন্তের মেয়াদ আরও এক বছর বাড়াতে মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের একটি প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ ১৭টি দেশ। ২৮টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। মাত্র ২টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেওয়া এই দু’টি দেশ হচ্ছে চীন ও ইরিত্রিয়া। ভোটাভুটিতে প্রস্তাবটি পাস হয়। এনডিটিভি, ফক্স নিউজ

পরে জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের স্থায়ী প্রতিনিধি সের্গেই কিসলিৎসিয়া এক টুইটে বলেন, রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে মানবাধিকার পরিস্থিতির সমর্থনে প্রস্তাবের পক্ষে ভোট দেয়া হয়েছে। এজন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রতিনিধিদের অভিবাদন জানাই আমরা। এবার যুদ্ধাপরাধের জবাবদিহি হবে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে একই ইস্যুতে ভোটাভুটিতে জাতিসংঘের সাধারণ পরিষদে ‘বিস্তৃত, ন্যায্য এবং স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠা এবং ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহার ও যুদ্ধ বন্ধ করার দাবি জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪১টি দেশ, ৭টি দেশ বিপক্ষে ভোট দেয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ ৩২টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল।

অন্যদিকে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে শুরু থেকে জাতিসংঘে বিভিন্ন প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়ে আসছে চীন। গতকালের ভোটাভুটিতেও তারা প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। সম্পাদনা: এল আর বাদল